Header Ads

Header ADS

Zakat

 


ইনসুলিন নির্ভর গরীব অসহায় ডায়াবেটিক রোগীদের চিকিৎসায় আপনার
জাকাত এর অর্থ দানের আবেদন।
============================================


পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা গ্রহন করুন।

ডায়াবেটিস রোগ এখন মহামারীর আকার ধারন করেছে। সারা জীবনের রোগ ডায়াবেটিস-নীরব ঘাতকের মত কাজ করে। এই রোগটির চিকিৎসা এখন অত্যন্ত ব্যয় বহুল, বর্তমানে বাংলাদেশে ৯০ লক্ষ নারী ও পুরুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। সমগ্র উত্তরাঞ্চলের গরীব, দরিদ্র-অসহায় ডায়াবেটিক রোগীগন সারা জীবন ধরে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধসহ ইনসুলিন কিনতে না পারায় ডায়াবেটিস নিয়ন্ত্রন করতে পারছেন না, ফলতঃ শারিরীক জটিলতায় দূর্বল ও কর্মবিমুখ হয়ে অনেক রোগীকে পঙ্গুত্ব / মৃত্যু বরন করতে হচ্ছে।
ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যাবধি এই হাসপাতাল দিনাজপুর তথা উত্তরবঙ্গের লক্ষাধিক নিবন্ধিত ডায়াবেটিক রোগীকে চিকিৎসা সেবা দান করে আসছে। এছাড়াও, নিবন্ধিত ৭০০জন গরীব - নি:স্ব ডায়াবেটিক রোগীকে প্রতিমাসে প্রয়োজনীয় ইনসুলিন বিনামূল্যে সরবরাহের পাশাপাশি প্রয়োজনে তাঁদেরকে ফ্রি বেডে ভর্ত্তি রেখে বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা, খাওয়া ও ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
জনসংখ্যার ক্রমবৃদ্ধি এবং সচেতনতার অভাব ছাড়াও, সা¤প্রতিককালে করোনার বৈশ্বিক বিস্তৃতির কারনে মানুষের দারিদ্রতা বৃদ্ধির সাথে সাথে আশংকাজনক ভাবে ডায়াবেটিক রোগীর সংখ্যা বৃদ্ধি, ইনসুলিন সহ ঔষধের মূল্য বৃদ্ধি এবং চিকিৎসা সেবার ব্যয় বৃদ্ধির কারনে অত্র প্রতিষ্ঠানের পক্ষে এত বিশাল সংখ্যক হত দরিদ্র রোগীদের ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই, গরীব অসহায় ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবায় আপনার মানবিক অংশগ্রহন খুবই জরুরী। এ ক্ষেত্রে, আপনার জাকাত এর অর্থ দুঃস্থ এবং অসহায় ডায়াবেটিক রোগীদের বেঁচে থাকায় আশার সঞ্চার ঘটাবে।
এ লক্ষ্যে, আপনার জাকাত এর অর্থ ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর জাকাত ও দরিদ্র তহবিলে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে অথবা নিম্নবর্ণিত ব্যাংক একাউন্টে অর্থ জমা দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। আপনার দান অনুদানই এই সব রোগীদের বাঁচার স্বপ্ন দেখাবে।

ডিএডি জাকাত ফান্ড, হিসাব নম্বর ৬০৮৩৫৬০১১১০৩১, আই.এফ.আই.সি. ব্যাংক, দিনাজপুর শাখা।
ডিএডি পুওর ফান্ড, হিসাব নম্বর ১৮০৯৩৩৪০০১৫৮৩ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, দিনাজপুর।
====================================
যোগাযোগের মোবাইল ফোন নম্বরঃ- ০১৭১২৭৩১৪৩৬, ০১৭১৫৩৫৯৪০৭।

No comments

Theme images by Maliketh. Powered by Blogger.